Header Ads

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাজীপুর জেলা শাখা

নতুন সকাল


আলেয়া আক্তার সুইটি
গাজীপুর বিজ্ঞান কলেজ (একাদশ শ্রেণী)

আজ সকালে হয়নি হাটা,
শিশির¯œাত ঘাসে।
আজ যে আর হয়না দেখা,
সূর্য কখন হাসে।

কুয়াশাতে চাদর গলায় ,
হয়না যাওয়া বকুল তলায়।
খালে বিলে হয়না দেখা,
হাঁস কিভাবে ভাসে।

এখন আমার জীবনেতে,
নতুন সকাল হাসে।

No comments

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ. Powered by Blogger.