সোনার বাংলাদেশ
মো: সোহেল মিয়া
গাজীপুর বিজ্ঞান কলেজ (দ্বাদশ শ্রেণী)
সে দিন দেখে-ছিলাম তোমায় বইয়ের পাতায়,
আজও মনে আছে, সেই কবির ভাষণ।
যে ভাষণে, যে কবিতায়, জেগে উঠেছিল সারা বাংলার মানুষ।
সেই কবির কণ্ঠে শুনে-ছিলাম, শত্রুর বিরুদ্ধে সংগ্রামের কথা।
সে আর কেউ নয়, আমাদের বঙ্গপিতা, শেখ মুজিবুর রহমান।
যার জন্য সাহস পেয়ে মুক্তি যুদ্ধারা, সংগ্রামী সচেতনতারা, কবিরা।
জীবনের ঝুকি রেখে অর্জন করেছিলো বাংলার ভূমি।
১৯৭১ সালের যুদ্ধের পর, হয়ে-ছিল দেশ স্বাধীন।
কিন্তু আজকের সমাজ!
সেই স্বাধীন দেশের, স্বাধীনতাকেই পারছে না রক্ষা করতে।
তবে কি আবার দেশকে শত্রুরা ঘিড়ে ফেলছে?
প্রশ্ন রইল সকলের কাছে।
এই দেশকে কি আমরা রক্ষা করতে পারব না?
আসলে আমরা পারব কি করে,
চেষ্টাই ‘তো’ করি না।
এখন যারা যুবক-যুবতি বা অল্প বয়স্ক ছেলে- মেয়ে,
তারা এই দেশের আগামী দিনের ভবিষৎ।
কিন্তু তারা কিছু অপকর্ম লোকের ধাধায় পরে।
করছে নেশ, ছিন্তাই আর চুরি।
তাই বলা যায় , আগামী দিনে দেশ হবে আন্ধকারের খনি।
আমাদের এই দেশকে রক্ষা করতে হলে
দেশ থেকে তারাতে হবে ফেন্সি, গাজা, ইয়াবা।
আর তাড়াতে হবে আলবদর , রাজাকার আর দেশের শত্রুদের।
তাহেলেই আমাদের দেশ বিশ্বে পরিচিত হবে সোনার বাংলাদেশ।
No comments