আলেয়া আক্তার সুইটি
গাজীপুর বিজ্ঞান কলেজ (একাদশ শ্রেণী)
এই আমি এক অন্য আমি
জীবনে যে সবচেয়ে দামি
তার ছোয়াহীন তার মায়াহীন
কাটে আমার সব রাত দিন।
নিজ তাগিদ বাস্তবতায়
আজ আমি তাঁর অনেক দূরে
এখন আমি গুমরে কাঁদি
যান্ত্রিকতার কারাগারে।
যার মায়া আর ¯েœহের পরশ
ছিল আমার মনের হরষ
সে যে আমার মা।
No comments